সামাজিক বনায়নে অংশগ্রহণকারী উপকারভোগী, ভুমি মালিক ও চুক্তি অনুযায়ী অন্যান্যদের মাঝে যথাসময়ে লভ্যাংশ বিতরণ করা , সামাজিক বনায়ন সম্পর্কিত অভিযোগ নিষ্পত্তি/ব্যক্তিগত বনায়ন সম্পর্কিত যে কোন পরামর্শ প্রদান, চারা উত্তোলন ও বিতরণ , উপকূলীয় এলাকায় সবুজ বেষ্টনী সৃষ্ঠির লক্ষে সড়ক ও বাধের ধারে ষ্ট্রীপ বনায়ন এবং নতুন জেগে উঠা চরাঞ্চলে ম্যানগ্রোভ বনায়ন, বিক্রিত ও গ্রামীন (ব্যক্তিমালিকানাধীন) কাঠের চলাচল পাস প্রদান, করাতকলের লাইসেন্স প্রদান/নবায়ন ইত্যাদি। সেবা পাবার জন্য সেবা গ্রহীতাকে প্রয়োজনীয় ডকুমেন্টসহ আবেদন করতে হবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস